বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোটর চালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছু সময় নীরবতা পালন, ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত শহীদ নূর হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা, সংগঠনের প্রতিষ্ঠাতা জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া এবং মোনাজাত করা হয়।