বাসেত মজুমদারের মৃত্যু: নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ

 বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বিজ্ঞ ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার (২৭ অক্টোবর) ঢাকার নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।


ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 


তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিচারিক আদালতে মামলার কার্যক্রমে অংশ নেব না। এ সিদ্ধান্তের কথা বিচারকদের জানিয়ে দিয়েছি। তবে আইনজীবীদের মাধ্যমে আসামিরা হাজিরা দিতে পারবেন। এ ছাড়া প্রডাকশনের আসামি এলে তাদের শুনানি হবে।

 

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

 

গত ৩০ সেপ্টেম্বর আব্দুল বাসেত মজুমদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার (২৫ অক্টোবর) তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। মেরুদণ্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

 

আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে আইনি সহযোগিতা প্রদানের পাশাপাশি আইনজীবীদের পরম বন্ধুখ্যাত আব্দুল বাসেত মজুমদারের আইন অঙ্গনে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !