পাটুরিয়ায় ফেরিডুবি: মুন্সিগঞ্জ থেকে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ

 পাটুরিয়ায় সকালে যানবাহনসহ ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে উদ্ধার করতে মুন্সিগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটিএর আরেক উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু করেছে জাহাজ হামজা।



দুই হাজার টনের আমানত শাহ ফেরিটি উদ্ধার করা উদ্ধারকারী জাহাজ হামজার একার পক্ষে সম্ভব নয় বলে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।



বুধবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় মুন্সিগঞ্জ থেকে পাটুরিয়ায় রওনা করে। এর আগে সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। 



এদিকে ফেরিতে ডুবে যাওয়া যানবাহনগুলো নদী থেকে তুলতে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা। পাশাপাশি ফেরি ডুবিতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ২ ডুবুরি দল ও টি রেসকিউ ইউনিট। আরও ২টি ইউনিট যুক্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !