কানাডিয়ান-আমেরিকান কমেডিয়ান মর্টন লেওন সল আর নেই। মঙ্গলবার (২৬ অক্টেবর) ক্যালির্ফোনিয়ার মিল ভ্যালিতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবর বিবিসি।
১৯২৭ সালের ১১ মে মন্ট্রিয়ালে জন্মগ্রহণ করেন মর্টন সল। খুব ছোট বয়সে পরিবারের সঙ্গে লস অ্যাঞ্জেলসে চলে আসেন তিনি। স্যান ফ্রান্সিসকোর একটি ক্লাব থেকে তার কমেডি যাত্রা শুরু হয়।
১৯৫০ সালে রাজনৈতিক কৌতুক শুরু করেন সল। দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সারা ফেলেছিলেন তিনি। তার এ ধারা আধুনিক স্ট্যাডআপ কমেডি হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার কমেডির উপাদানগুলোকে রাজনৈতিক স্যাটায়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
আমেরিকার বিভিন্ন কমেডি ক্লাবে পারমফর্ম শুরু করেন সল। ১৯৫৯ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজক ছিলেন তিনি। একই বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সহ-আয়োজন হিসেবে কাজ করেছেন মর্টন সল।
৬০ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন এ কমেডিয়ান। ওই সময় একাধিক সিনেমায় অভিনয় করেন এবং জনি কার্সনের ‘দ্য টুনাইট শো’তে অতিথি উপস্থাপক ছিলেন।